
রংপুর ব্যুরো : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রংপুরের ১৩ জন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাই ঢাকা থেকে এ জ্বরে আক্রান্ত হয়ে রংপুরে ফিরেছেন।
আজ শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি হয় বলে রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
স্বাআলো/ডিএম
.
Author
Admin
