আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা : ৬টি ঘর বাড়ি ভাংচুর

জেলা প্রতিনিধি, নড়াইল : কালিয়া উপজেলার পুরুলিয়া বাজার দখলকে কেন্দ্র করে ৬ জনকে কুপিয়ে গুরুত্বর আহত হয়েছে।  এ ঘটনার জের ধরে দু’ব্যক্তির ৬টি ঘর ভাংচুর হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথক এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুরুলিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

আহতরা হলেন, পুরুলিয়া গ্রামের সাবু শেখ (৪০), উজ্জল ফকির (৩৫), শিমুল ফকির (৩০),মিথিল মোল্যা (২০), কলেজ ছাত্র সোহান (১৮) ও মিটুল কাজী (২৫)।

স্থানীয়রা জানান, পুরুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জাকাতুর ফকির ও পুরুলিয়া ইউনিয়নের মেম্বর কোবাদ মোল্যা গ্রুপের মধ্যে কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে।

ঈদ-উল ফিতরের পর জাকাতুর ফকিরের সমর্থকরা পুরুলিয়া বাজার দখল করে নেয়। এতে কোবাদ মোল্যা গ্রুপের লোকজন পুরুলিয়া বাজারের আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে।

আরো পড়ুন>> নড়াইলে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে পুলিশে সোপর্দ

এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে কোন কারণ ছাড়াই কোবাদ গ্রুপের সমর্থকরা জাকাতুর গ্রুপের সমর্থক সাবু শেখকে লক্ষীপুর থেকে কুপিয়ে দুইপায়ের রগ কেটে দেয় এবং হাত-পায়ের নখ উঠিয়ে দেয় এবং শনিবার ভোরে উজ্জল ফকির, শিমুল ফকির ও মিথিল ফকিরকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর কোবাদ গ্রুপের সমর্থক আমীর হামজা ও খুরশিদ মোল্যার ৬টি ঘর ভাংচুর এবং মিটুল কাজী আহত হয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

স্বাআলো/এম

.

Author