এবার ডেঙ্গু কেড়ে নিল রুমানার প্রাণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোলে রোমানা আক্তার (২৫) নামে এক গৃহিনী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত রোমানা বেনাপোল পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী এম এম ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মেহের উল্লাহ’র বড় মেয়ে। তিনি বেনাপোল সমিতির নির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্য বাহাদুরপুর গ্রামের জমশের আলী খানের স্ত্রী।

রুমানার বাবা মেহেরুল্লাহ জানান, তার মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকত। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে। এরপর তাকে আইসিইউতে রাখা হয়।

গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শনিবার সকালে রুমানার মরদেহ গ্রামের বাড়ি বেনাপোলে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্বাআলো/এএম

.

Author