গোসল করতে নেমে আইডিয়াল কলেজের ৩ ছাত্র নিখোঁজ

ডেস্ক রিপোর্ট : সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তারা রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে নিখোঁজ শিক্ষার্থীদের নামপরিচয় জানা যায়নি।

স্বাআলোতে আরো পড়ুন>>>  এবার গণপিটুনি দিয়ে বাঘ হত্যা করল গ্রামবাসী (ভিডিও)

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ তিন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলোতে আরো পড়ুন>>>  বাবার অপরাধে আড়াই বছরের শিশু জেলখানায়

স্টেশন অফিসার লিটন জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণ করার জন্য আসেন। সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।

খবর পেয়ে অসুস্থ অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে তলব করা হয়েছে। বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।

স্বাআলো/এসএ

.

Author