
ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজ কবীর স্বাধীন।
শুক্রবার রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। ফিরোজ কবীর ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন।
জানা যায়, গত ১৮ জুলাই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ফিরোজ। রক্ত পরীক্ষায় সেটা নিশ্চিত হলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় তাকে। তবে, শরীরের অবস্থা আরো ভালো করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকরগাঁও নিয়ে যায় তার পরিবার। কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আরো খারাপ হলে বৃহস্পতিবার তার পরিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করান।
আরো পড়ুন>>> বাড়িওয়ালার সহযোগিতায় তরুণীকে গণধর্ষণ
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান ফিরোজ কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসএ
.
Admin
