
জেলা প্রতিনিধি, পিরোজপুর : বাবার অপরাধে আড়াই বছরের শিশু জেলখানা যেতে বাধ্য হয়েছে। প্রশাসনের কোন উপায় নেই বলে দাবি করেছেন। ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানীতে। আমিনুর রহমান নামে এ শিশুটির বাবা ইন্দুরকানী গ্রামের মিজানুর রহমান তারা ও শিমুল বেগমের ছেলে।
জানা গেছে, পিরোজপুর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব বৃহস্পতিবার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় সে পালিয়ে যায়। মাদকদ্রব্য অধিদপ্তর তার বাড়িতে তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করে। মিজানুর রহমান তারাকে না পেয়ে তার স্ত্রী শিমুল বেগম ও শিশু আমিনুর রহমানকে নিয়ে আসে।
এঘটনায় মিজানুর রহমান ও শিমুল বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিমুল বেগমকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। শিশু আমিনুর রহমানকে দেখার কেউ না থাকায় তাকে তার মায়ের সাথে জেলখানায় যেতে হয়েছে।
আরো পড়ুন>> পিরোজপুরে ‘রগকাটা জলিল’ খুন
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক ব্যবসায়ী মিজানুর রহমান তারা গাজীর স্ত্রী শিমুল বেগমকে সন্তানসহ গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন, তদন্ত কর্মকর্তাও তারা। তারা এফআইআর করে আমাদের কছে দিয়ে গেছেন। সাথে তার শিশুপুত্রও ছিল। স্ত্রী শিমুল বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
স্বাআলো/এম
.
Admin
