
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের মনোহরপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে এসএম জাহিদুজ্জামানকে সভাপতি ও মহিতোষ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে মনোহরপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েঝছ।
কমিটি গঠনের আগে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস,এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানম।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল রানার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।
আরো পড়ুন>> মণিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ মন্ডল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মাস্টার মসিয়ূর রহমান, উপজেলা যুবলীগনেতা আব্দুল কুদ্দুস, মঞ্জুরুল আলম মঞ্জু, পৌর যুবলীগের নব-নির্বাচিত সভাপতি এস,এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগনেতা মাহবুর রহমান, মামুন, জাকির, আয়ুব, মেহেদী হাসান প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার পর চলমান আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিতে এস,এম জাহিদুজ্জামান কে সভাপতি ও মহিতোষ বিশ্বাস কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।
স্বাআলো/এম
.
Admin
