
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার ছাত্র আবির হুসাইন (১১) হত্যা মামলায় ওই মাদরাসার মুহতামিম আবু হানিফ ও সহকারি শিক্ষক তামেনিদারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় গ্রেফতারকৃত ২জনকে আলমডাঙ্গার আমলী আদালতে সোপার্দ করা হয়েছে। মুহতামিম মোহাম্মদ আবু হানিফকে শুক্রবার বিকেলে ও সহকারি শিক্ষক মোহাম্মদ তামেনিদারিকে শনিবার সকালে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আরো পড়ুন>> বলাৎকারের পর ‘ছেলেধরা’ গুজব বলে চালিয়ে দেন মাদ্রাসার সুপার
মামলার তদন্তকারি কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করেছেন ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত ২ জনের কথাবার্তা অসংলগ্ন বলেই মনে হয়েছে । তাই অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমাণ্ড নেয়া হবে ।
স্বাআলো/এম
.
Admin
