
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক রাষ্ট্রপতি পদক জয়ী সফল মৎস্য চাষী সেলিম রেজা পান্নুর নামে মিথ্যা মামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক লীগ।
আজ শনিবার বিকালে শহরে এই বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান ও সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু।
আরো পড়ুন>>> ‘আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন গুজব ছড়িয়ে জনগণকে ক্ষিপ্ত করছে’
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জবেদ আলী, মোর্তজা হোসেন, শেখ আলাউদ্দিন, মহসিন করিব, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আলমগীর হোসেন, মঞ্জুরুল কবির, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাইফুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান করিব মুকুল, প্রচার সম্পাদক চান মিয়া, সহ-প্রচার সম্পাদক তৌজিদুর রহমান প্রমুখ।
স্বাআলো/এসএ
.
Admin
