মিলন হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোল পৌরসভা চলতি (২০২০-২০২১) অর্থবছরের জন্য ৫৪ কোটি ৪০ লক্ষ ৫৬ হাজার ৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার পৌরভবন মিলানায়তনে পৌর এলাকায় বসবাসকারী অধিবাসীদের সকল শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন এই বাজেট ঘোষণা করেন।
এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের বিদায়ী কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কাস্টমস যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, কাস্টমস উপ-কমিশনার পারভেজ রেজা চৌধুরী, বেনাপোল স্থল বন্দর এর সহকারী পরিচালক আতিকুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিধ আহসান উল্লাহ মাস্টার, বিশিষ্ট নারী উদ্যোক্তা সাহিদা রহমান সেতু প্রমুখ।
এক ভয়ঙ্কর মহামারির সঙ্গে লড়ছে বাংলাদেশসহ সারা বিশ্ব। এই করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সারা পৃথিবীর মত বাংলাদেশও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার বেনাপোল পৌরসভার বাজেটের স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। মোট বাজেট বরাদ্দের ১৬ কোটি টাকাই রাখা হয়েছে স্বাস্থ্য খাতের জন্য।
স্বাআলো/এসএ