মিলন হোসেন, বেনাপোল (যশোর): যশোরের শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল গফুর এর বিরুদ্ধে এক মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মাদরাসা কক্ষে এই ঘটনা ঘটে।
উক্ত ছাত্রীকে মাদরাসার সহকারী সুপার আব্দুল গফুর জোর করে শ্লীলতাহানি করেছেন বলে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যেয়ে তার পিতার কাছে সব খুলে বলে। পরে মেয়ের বাবা ও গ্রামের বাসিন্দারা মাদরাসার আসলে সহকারী সুপার গফুর পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, এলাকাবাসী মাধ্যমে জানতে পেরে মেয়ের বাবার অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, ইছাপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস সালামের মাধ্যমে খবর পায় সহকারী সুপার গফুর কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির বিষয়টি পরে থানার কর্মকর্তা কে ব্যবস্থা নেয়া জন্য নির্দেশ দিয়েছি।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখার জন্য বলেছেন। এ ব্যাপারে মামলা হবে।
এ দিকে একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্বাআলো/এসএ
