
নিজস্ব প্রতিবেদক, যশোর: রাষ্ট্রীয় সব পাটকল বন্ধের প্রতিবাদে যশোরে মানবপ্রাচীর তৈরি কর্মসূচি পালন করেছেন একাধিক বাম দলের নেতাকর্মীরা।
সোমবার বিকালে শহরের জজ কোট মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বন্ধ পাটকল দ্রুত খুলে দিয়ে আধুনিকায়নের দাবি তোলা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির যশোরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোরের সম্পাদক তসলিম-উর-রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ‘দেশের পাটখাতকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে এখন এই খাতকে লোকসানের খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দুর্নীতিবাজদের আড়াল করতেই দেশের সব পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুত সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে পাটকল আধুনিকায়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
স্বাআলো/এসএ
