চাঁদপুর: চাঁদপুরে বাস ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।
বুধবার চাঁদপুরের শাহরাস্তিতে দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চর আমান উল্লাপুর এলাকার হরিচন্দ (৫৫) ও অটোরিকশার চালক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকার মনির হোসেন (৩০)।
এসআই আলম বলেন, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
স্বাআলো/জি
