নেপালে ভূমিধসে ভারতীয়সহ অন্তত ১০ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে কয়েকজন ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে মধ্য নেপালের সিন্ধুপালচোক জেলার মেলামচিতে এই ঘটনা ঘটে। এই নিয়ে চলতি প্রকৃতিক দুর্যোগে ১৯৩ জনের মৃত্যু হলো।

সোমবারের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- ভারতের রাজেন্দ্র চৌর্যসিয়া (৪২), প্রদীপ চৌরাসিয়া (৩৫) ও রাজেশ চৌধুরী (২১), বিক্রম সিং (২৫), মনবাহাদুর রুম্বা (২৫), সিমন ঘালান (২০), শিববলাক ধামি (২২) এবং সোনম লামা (১৭)।

রয়টার্সকে নেপাল সরকারের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, উদ্ধারকারীরা কাদা মাটি সরিয়ে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থা বিভাগের প্রধান জানারধান গৌতম জানান, চলতি বছর দেশটিতে মৌসুমি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৭ জন।

স্বাআলো/ডিএম

.

Author