
বরগুনার আমতলীতে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এতে জমি-ক্রেতা-বিক্রেতাদের চরম ভোাগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে সরকার প্রতিদিন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে আমতলী অফিসে একজন সৎ, যোগ্য সাব-রেজিস্ট্রার স্থায়ীয়ভাবে নিয়োগ দেয়ার দাবি জানান।
জানা যায়, আমতলীর সাবরেজিষ্টার মাসুম গত ৮ নভেম্বর বদলি হওয়ার পর থেকে উপজেলার সাব-রেজিস্ট্রারপদটি শূন্য রয়েছে। এর পর থেকে সাব-রেজিস্ট্রার অফিসে সব ধরনের কাজ কর্ম বন্ধ রয়েছে। বরগুনার অত্যান্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে পরিচিত আমতলী সাব-রেজিস্ট্রি অফিস। আমতলী ও তালতলী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি প্রথম শ্রেণীর পৌরসভাসহ বৃহত্তর আমতলীতে গত ৭ দিন যাবৎ সাব-রেজিস্ট্রার না থাকায় এলাকার মানুষের ভোগান্তি ক্রমেই বেড়ে চলেছে।এছাড়া এ অফিসের সঙ্গে জড়িত প্রায় মহরার ও নকলনবীশ লেখকরা বেকার সময় পার করছেন।
আমতলী সাব-রেজিস্ট্রার দলিল লেখক সমিতির সদস্য্য মহিউদ্দিন নান্নু বলেন , আমতলীর মত গুরুত্বপূর্ণ সাব রেজিষ্ট্রি অফিসে একজন জরুরী ভিত্তিতে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দেয়া অতি প্রয়োজন।
বরগুনা জেলা রেজিষ্টার সিরাজুল করিম মুঠোফোনে বলেন, ১৫ নভেম্বর দ পাথরঘাটা সাব-রেজিষ্টার মামুন সিকদারকে আমতলী সাবরেজিষ্টার অফিসে খন্ডকালীন দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
