করোনার চোখ রাঙানি উপেক্ষা করে ব্যস্ত বেতাগী পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা

বরগুনা: বরগুনার বেতাগীর পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের নানা তৎপরতায় সরব হয়ে উঠেছে পৌর এলাকা। আগামী ২৮ ডিসেম্বর এ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল সাড়ে ১১টায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে তার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান স্বপন, বিদ্যালয়ের শিক্ষক নাসরিণ জাহান,আব্দুর রব লিটন ও আনোয়ার হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান।

বসে নেই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক। তিনিও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। সাধারণ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে, বেতাগী পৌরসভার বিগত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। তবে একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় পুন:নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ জানুয়ারি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম জানান, বেতাগী পৌর এলাকার লোক সংখ্যা ২১ হাজার ৬৩৪। ভোটার সংখ্যা ৯ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭৩৫ জন।

স্বাআলো/এসএ

.

Author