১৮তম ওভারের প্রথম বলে মুশফিকুর রহিম আউট হয়ে গেলে সমীকরণ কঠিন হয়ে যায় দারুণ এগুতে থাকা বেক্সিমকো ঢাকার। জয়ের জন্য ১৬ বলে তখন ৩৬ রান লাগত ঢাকার। শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ালো ৩০ রান। মুক্তার আলী পরের ওভারে তিন ছয় হাঁকিয়ে ম্যাচের মোর আবারও ঘুরিয়ে ফেলেন। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তবে মেহেদি হাসানের করা শেষ ওভারে মাত্র একবার বল ব্যাটে লাগাতে পারা সেই মুক্তারই ঢাকাকে জেতাতে ব্যর্থ হয়েছেন।
নখ কামড়ানো উত্তেজনা শেষে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে ২ রানে ম্যাচ জিতেছে রাজশাহী। ঢাকার ইনিংস থেমেছে ১৬৭ রানে।
বিস্তারিত আসছে…