ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
জানা যায়, উপজেলা নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের এক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৬) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বুধবার সকালে ধর্ষণ করে তরিকুল ইসলাম (২৫)। সে একই গ্রামের বাসিন্দা।
ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীনগর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যার পরে অভিযুক্ত ধর্ষক তরিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
নবীনগর থানার ওসি আমিনূর রশীদ জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিকটিমকে মেডিকেল টেস্ট করার জন্য হাসপাতালে ডাক্তারের কাছে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এসএ