করোনায় মারা গেলেন ওস্তাদ শাহাদাত হোসেন খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান (৬২)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন তিনি।

 করোনাভাইরাসে আক্রান্ত হলে ১২ দিন আগে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন। তার ভাগ্নে সেতারবাদক ফিরোজ খান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতার বাদক।

সংগীতে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন ওস্তাদ শাহাদাত হোসেন। এছাড়া তিনি কলকাতার রাজ্য সংগীত একাডেমি কর্তৃক সংবর্ধিত হন।

স্বাআলো/আরবিএ

.

Author