টাঙ্গাইলের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে ১ জন মারা যান। আহত দুই জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্বাআলো/এস
