
যশোরে আগামী ১২ ডিসেম্বর থেকে হাম ও রুবেলা ক্যাম্পেইন শুরু হচ্ছে। জেলার ৮ উপজেলায় ৬ লাখ ২২ হাজার ৮৮৭ জন শিশুকে টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রথম পর্যায়ে যশোর পৌর ও ক্যান্টনমেন্ট এলাকায় টিকা দেয়া হবে। পরবর্তীতে উপজেলাগুলোতে দেয়া হবে।
আজ বুধবার যশোর সদর হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন থেকে সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: মীর আবু মাউদ, ডা: রেহেনেওয়াজ ও জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন।
আরো পড়ুন>>>বিনামূল্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হচ্ছে, চলবে যশোরসহ ১০ জেলায়
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাম-রুমেলা হলো মারাত্মক সংক্রামক রোগ। কোন শিশু এ রোগে আক্রান্ত হলে তার আশেপাশের শিশুরাও এতে আক্রান্ত হবে। তাই সব শিশুর সুস্বাস্থ নিশ্চিত করতে টিকা দেয়ার কোন বিকল্প নেই। সুন্দরভাবে টিকা দিতে ৬ হাজার ৬১৮ জন ভলেন্টিয়ার মাঠে থাকবে। রাস্তার পাশে ও সবার কাছে পরিচিতি স্থানকে টিকাদান কেন্দ্র হিসেবে স্থাপন করা হবে। যশোর পৌরসভায় উদ্বোধনী অনুষ্ঠান করা হবে।
তারপর থেকে কর্মীরা মাঠে কাজ শুরু করবেন। এ বিষয়ে কেউ বিস্তারিত জানতে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করতে পারবেন।
স্বাআলো/আরবিএ
.
Admin
