রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ৩জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- আসাদুজ্জামান (২৭), সাহেরা বেগম (৫৫), ও গোলাপী (৬০)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার নিউরোজ হ্যাভেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
স্বাআলো/এস
