ডিসেম্বর তুমি বিজয়ের মাস
সারা বাংলাদেশে,
বৎসরের শেষে পাই যে দেখা
তোমায় বীর বাঙ্গালীর বেশে।
বিজয়ের নিশান উড়ায় মোর সবে
নীল গগনের তীরে,
পেল দেখা সবে বিজয়ের মাস
একটি বছর ঘুরে।
ডিসেম্বর তুমি বিজয় নিশানা
গৌরব বাংলার,
তাই বছর শেষে পেলাম খুঁজে
বিজয় ডিসেম্বর।
ডিসেম্বর তুমি বিজয়ের কেতন
সাহসী বীরের অর্জন,
উল্লসিত করো বীর বাঙ্গালীর
হৃদে শোণিত তেজস্বী গর্জন।
ডিসেম্বর তুমি শূন্যলোকে উড়ানো
বিজয়ী তেজোময় নিশান,
তোমার মাঝে খুঁজে পাই দিশা
তুমি নও কভু তেজীয়ান।
ডিসেম্বর তুমি রক্তক্ষয়ী সংগ্রাম
আর তারুণ্যের উদ্দীপনা,
এনেছো বিজয় বাংলার বুকে
করেছো মুক্ত রাজাকার পাকহানা।
ডিসেম্বর তুমি বিজয়ের মাস
লাল-সবুজ পতাকা,
তোমার মাঝে অনির্বাণ গাঁথা
বাঙ্গালীর বিজয়মাখা।
লেখক: সিরাজসুমন, সরকারি এম এম কলেজ, যশোর। এমএ (মাস্টার্স) ১৮তম ব্যাচ। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।