পরীক্ষার আগে হল খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করবেন তারা।
শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে হল খুলে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ জন্য মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নিতে হবে।
আরো পড়ুন>>> ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর
মানববন্ধনের উদ্যোক্তা মাস্টার্সের শিক্ষার্থী আদিব বলেন, আমাদের পক্ষে হলের বাইরে থেকে পরীক্ষা দেয়া সম্ভব নয়। এ জন্য আমাদের দাবি আমরা উত্থাপন করবো।
স্বাআলো/এস
