
পূর্ব সিরিয়ায় একটি যাত্রীবাহী বাসে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানায়।
সানা জানিয়েছে, বুধবার ‘সন্ত্রাসী’ হামলাটি কাবাজেব এলাকার পালমিরা-দেইর আল-জুর রোডের একটি বাসকে লক্ষ্য করে করা হয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ বুধবার পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়, এতে তিনজন নিহত ও ১১ জন আহত হয়।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
