চুয়াডাঙ্গায় প্রতিবেশীর লাঠির আঘাতে কৃষক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে শফি নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড়বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফি (৪৩) দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামের মাঝেরপাড়ায় জমিজমা নিয়ে বিরোধ চলছিল শফির সাথে প্রতিবেশী কামাল ও সুলতানের। এ বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় কামাল, সুলতানসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে শফির বাড়িতে হামলা চালায়। এ সময় শফির মাথায় লাঠির আঘাত লাঘলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এসএ