চৌগাছায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরের চৌগাছায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চৌগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে শহরের কাঁচাবাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রদলনেতা আল আমিন ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, বিপুল হোসেন, মেহেদী হাসান শয়ন, বিপ্লব হোসেন, বিরুজ মিয়া, নাজমুল হোসেন, খালেদুর রহমান, আল আমিন, নাজমুল হোসেন, বিএম বাবু, রবিউল ইসলাম, তাজমুন আমিন ইমন, সাকিল হোসেন, আবু হানিফ, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, আজমির হোসেন, রাসেল হোসেন প্রমুখ।

আরো পড়ুন>>> চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

র‌্যালি শেষে উপজেলা বিএনপির কাঁচাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলনেতা আল আমিন ইসলাম তুহিন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার।

অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএম আজিম উদ্দিন, বিএনপি নেতা বিএনপি নেতা খাইরুল ইসলাম, আব্দুল লতিফ লতা, আবু সালাম, মুসা খাঁ, মজনুর রহমান, মহিদুল ইসলাম, মাষ্টার শহিদুল ইসলাম, এসএম মিলন, রবিউল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঁচনামনা জামে মসজিদের ইমাম মাওলানা শাহীনুর রহমান।

স্বাআলো/এসএ/এস