নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন>>> শিবপুরে গভীররাতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
বেলাবো থানার ওসি শাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৪জন মারা যান। এ সময় আরো একজন আহত হন। তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাআলো/এস