বছরের প্রথম দিনে করোনায় আক্রান্ত হাজারের নিচে, প্রাণহানি বেড়ে ৭৫৭৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৫৭৬ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধারণা করা সময়ের আগেই দেশে আসছে করোনার টিকা?

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৯৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।

স্বাআলো/এসএ