বাগেরহাটে বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারী আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৫ মাদক পাচারকারীকে ২৬ বোতল বিদেশী মদসহ আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল মোংলা থানার বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, রামপাল উপজেলার টেংরামারি গ্রামের শ্রী প্রতি মন্ডল রায় (৪৮), মোংলা দ্বিগরাজ এলাকার মাধব অধিকারী (১৯), রামপালের বড়দুর্গাপুর গ্রামের পিংকু গাইন (৩০), একই উপজেলার গিলাতলা গ্রামের আফতাপ খলিফা (২০) ও টেংরা মারি এলাকার শিব শংকর (১৮)।

কোস্ট গার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. বিএন ক এম মাজহারুল হক শুক্রবার দুপুরে জানান, আটককৃত ব্যাক্তি ও মাদকদ্রব্য ওই রাতেই মোংলা থানায় সোপর্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

লে. বিএন ক এম মাজহারুল হক আরো বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রাখা হবে।

স্বাআলো/এসএ