বিশ্বে করোনায় নতুন শনাক্ত প্রায় ৮ লাখ, মৃত্যু ১৩ হাজারের বেশি

প্রাণঘাতী ভাইরাস করোনা যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। বাদ যায়নি বাংলাদেশেও। এখানেও প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

এক বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে তাণ্ডব চালিয়ে আসা ভাইরাসটি ইতোমধ্যে সারাবিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ১৮ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা আট কোটি ৩8 লাখ।

গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী নতুন বছরে প্রথম দিন আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৮৫৭ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ২৫ হাজার ৭০৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৯০৮ জন।

আরো পড়ুন>>>দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ২১৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৩২৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৭৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

স্বাআলো/আরবিএ