বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের ৩১তম জন্মদিন আজ। ১৯৯০ সালে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে রুবেলকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, ১৫৫টি আন্তর্জাতিক ম্যাচ, ১৯০টি উইকেট। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক। রুবেল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
আরো পড়ুন>>> নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অলরাউন্ডার সাকিব
শুধু আইসিসি নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা বন্যায় ভাসছেন রুবেল।
ফেসবুকে টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, রুবেল ভাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
শেখ মেহেদী হাসান লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা রইলো রুবেল ভাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেইজেও রুবেল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
স্বাআলো/এস