কৈশোরে টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারে অভাবনীয় উন্নতি করেছেন- এমন ক্রিকেটারদের একটি একাদশ সাজিয়েছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। সেই দলে আছেন মুশফিকুর রহিম। বর্তমান ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়া আর মাত্র একজন আছেন দলে।
উইজেডেনের বাছাইকৃত সেই একাদশে আছেন অনেক কিংবদন্তি। তাদের পাশে নিজের নাম দেখতে পেয়ে স্বভাবতই অভিভূত মুশফিক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় মুশফিক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন-
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকের। তারপর গত ১৫ বছরে নিজেকে সম্মানিত এক আসনে নিয়ে গিয়েছেন। পরিশ্রমের ফল হিসেবে তার নাম উঠে এসেছে এই তালিকায়। একমাত্র বাংলাদেশি ও বর্তমান ক্রিকেটারদের দুইজনের একজন হয়ে এই সুযোগ করে নেয়েছেন তিনি।
আরো পড়ুন>>> ‘প্রিন্স অব ক্যালকাটা’র সর্বশেষ শারীরিক অবস্থা
একনজরে উইজডেনের সেরা কিশোর (টিনএজ) একাদশ: নেইল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স।
স্বাআলো/এস