ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে রবিবার দেশে ফিরছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের আসন্ন হোম সিরিজকে সামনে রেখে রবিবার বাংলাদেশে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন ঘটবে। আইসিসির দেয়া নিষেধাজ্ঞায় ২০১৯ সালের সেপ্টেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার।

শ্বশুরের শেষকৃত্যসহ সব কাজ সম্পন্নের দায়িত্ব ছিলো সাকিবের। কঠিন সময় পার করে কয়েকদিন কাটিয়েছেন পরিবারের সাথে। আধা মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটানোর পর এবার দেশে ফিরছেন সাকিব।

আরো পড়ুন>>> নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অলরাউন্ডার সাকিব

রবিবার সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সাকিবকে বহনকারী ফ্লাইট। সাকিবের সাথে থাকবেন তার মা শিরীন আক্তারো, যিনি এতদিন যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী-সন্তানদের সঙ্গে ছিলেন। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সপ্তাহেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক দল। আগামী ১০ জানুয়ারি হোম অব ক্রিকেটে টাইগারদের ক্যাম্প শুরুর কথা রয়েছে।

স্বাআলো/এস