চৌগাছা: যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে ওয়ালিদ হাসান (৯) নামে এক শিশু শিক্ষার্থী। সে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের জাহাঙ্গীরপুর বকুলতলায় এ ঘটনা ঘটে।
চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুটিকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা রাজু জানান, বাচ্চাটি একটি সাইকেলে চালিয়ে চৌগাছার দিকে আসছিল। ভাটার ট্রাকটি চৌগাছা থেকে ঝিকরগাছার দিকে যাওয়ার পথে তাকে চাপা দিয়ে পিষ্ট করেই পালিয়ে যায়। তিনি জানান, তিনি জাহাঙ্গীরপুর বাজারে নিজের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকাতেই দেখেন ছেলেটি তার বাইসাইকেল নিয়ে পড়ে রয়েছে। একটি ট্রাক বিপরীতদিকে চলে যাচ্ছে। এসময় দ্রুত উদ্ধার করে বাচ্চাটিকে চৌগাছা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিাল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, হাসপতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। যখন হাসপাতাপালে আনা হয় তখন তার কোন অভিভাবকও ছিল না। দুজন পথচারী তাকে নিয়ে আসেন।
চৌগাছা থানার এসআই বিকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলো/এসএ