যশোর: যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) পুনঃনির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। আজ শনিবার অনুষ্ঠিত পুনঃনির্বাচনে তিনি ৩৭ ভোট পেয়ে বিজয়ী হোন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাকিরুল কবীর রিটন পেয়েছেন ৩৪ ভোট।
আজ সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি গণনা শেষে ফলাফল ঘোষণা করে।
আরো পড়ুন>>> নানা আয়োজনে যশোরে ওয়েলফেয়ার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এর আগে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীই ৩৪টি করে ভোট পেয়েছিলেন। সেই দিনই নির্বাচন কমিশন এই পদে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত দেয়।
নির্বাচিত কমিটিতে বুলবুল ছাড়াও রয়েছেন সহ-সভাপতি প্রদীপকুমার ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং কার্যনির্বাহী সদস্য পদে ডিএইচ দিলশান ও রিপন হোসেন।
স্বাআলো/এস