নড়াইলে জাতীয় সমাজসেবা দিবস আজ শনিবার উদযাপন হয়েছে। `ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ বির্নিমানে, সেবা ও সুযোগ প্রাপ্তজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের আয়োজনে আলোচনা সভা, প্রশিক্ষনোত্তর আর্থিক অনুদান ও সহায়ক সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
৫০ জন অনগ্রর জনগোষ্ঠীর প্রশিক্ষনোত্তর আর্থিক অনুদান হিসাবে প্রতিজনকে ১০হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা,১০ জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুউল চেয়ার,৪ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ৪টি সাদাছড়ি এবং ৪ জন শ্রবন প্রতিবন্ধীর মাঝে ৪টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।
আরো পড়ুন>>>ভালোবাসায় সিক্ত নড়াইলে আ.লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা
জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি,প্রতিবন্ধীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/আরবিএ