প্রভার ১৫ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া (ভিডিও)

শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। বেশ কিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে আলোচনায় আসেন তিনি।

২০১০ সালের দিকে আপত্তিকর কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রভার। সে সময় তুমুল বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে।

২০১৯ সালে প্রভা ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। গোসলের পর ভেজা চুলে ধারণ করা সেই ভিডিওতে প্রভা এক হাত দিয়ে ভালোবাসার চিহ্ন ফুটিয়ে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি।

২০২১ সালের শুরুতে আবারো আলোচনায় প্রভা। রীতিমতো ভাইরাল হয়ে গেছেন তিনি।

প্রভার ফেসবুকে পেজে বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল। তাতে গানে তালে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে প্রভাকে। তার পরনে ছিল বেগুনী শাড়ি। প্রকাশের পর নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে ১৫ সেকেন্ডের ভিডিওর ওপর। এখনো পর্যন্ত দুই হাজার তিনশ শেয়ার হয়েছে ভিডিওটি।

আরো পড়ুন>>> মিথিলার নতুন ভিডিও ভাইরাল, বিতর্ক!

প্রভার শেয়ার করা ভিডিওটি নেটিজেনদের কেউ কেউ স্বাভাবিকভাবে নিলেও এমন ভিডিও মানতে পারছেন না অনেকে।

আনোয়ার হোসাইন নামে একজন লিখেছেন, বছরের শেষ সকালটা এমন হবে আশা করিনি। সুপ্রভাত।

আকলু তালুকাদার নামে একজন লিখেছেন, শীতের সকালে নিজের শরীরের প্রতি অমানবিক নির্যাতন করছেন কেন! এছাড়া আরো অনেক নেতিবাচক মন্তব্য দেখা গেছে ভিডিওর কমেন্টস ঘরে।

এদিকে নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে শনিবার বিকেলে প্রভা বলেন, আমি এখন আর ইন্টারভিউ দেই না। অনেকদিন ধরেই আমি কাউকে ইন্টারভিউ দিচ্ছি না।

ভিডিও দেখতে ক্লিক করুন

স্বাআলো/এস