প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের ভোট শুরু

প্রাথমিক শিক্ষার ইতিহাসে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের মধ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত শেষ হবে।

নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সহকারী শিক্ষা অফিসার থেকে উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) দেলোয়ার হোসেন।

স্বাআলো/আরবিএ