বাগেরহাট: বাগেরহাট জেলা সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, চলমান পৌরসভা ও আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে যোগ্য প্রার্থী নির্ধারণ করা হবে। আওয়ামী লীগের নেতৃত্বে জনপ্রিয় ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিতে হবে। যারা বিতর্কিত, দলে অনুপ্রবেশকারী তাদেরকে এবার দলীয় মনোনয়ন দেয়া হবে না।
শনিবার বিকালে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় এ কথা বলেন।
নির্বাচন আসলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে: তথ্যমন্ত্রী
জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিনসহ আওয়ামী লীগ নেতা নকিব নজিবুল হক নজু, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস প্রমুখ।
স্বাআলো/এসএ