বীরগঞ্জ পৌর নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আগামী ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তীব্র শীতের মধ্যেও এখানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতিটি অলিগলি চায়ের দোকান থেকে হাটবাজারে এখন সর্বত্র ভোটের আলোচনা।

প্রতীক বরাদ্দ হবার পর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত নেতা-কর্মীদের পদচারণায় দলীয় কার্যালয়গুলো মুখরিত হয়ে উঠেছে। ভোটাররা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের ভোট প্রদান করবেন।

উপজেলা নির্বাচন অফিস কার্যালয় সুত্রে জানা যায়, মেয়র পদে ৫জন প্রার্থী অংশগ্রহণ করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোশারফ হোসেন বাবুল (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ (জগ), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম (নৌকা), পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন (ধানের শীষ) ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের  শাহ আলম (হাত পাখা) মার্কা পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

স্বাআলো/আরবিএ