মাশরাফিকে দলে ফেরানো নিয়ে যা বললেন পাপন

বাংলাদেশ সর্বশেষ যে ওয়ানডে সিরিজ বা ম্যাচ খেলেছে, সেখানে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফির জাতীয় দলো ওয়ানডে খেলেনি। আরেকটি ওয়ানডে সিরিজ যখন সামনে, তখন তাই জোরেশোরেই উচ্চারিত হচ্ছে- মাশরাফি দলে থাকবেন তো?

এই তিন বছরে তিনটি বড় আসর খেলবে বাংলাদেশ। জাতীয় দলের ভবিষ্যতের কথা চিন্তা করে যারা আরো দীর্ঘদিন খেলে যেতে পারবেন তাদের দিকেই মনোযোগ টিম ম্যানেজমেন্টের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, মাশরাফির ওয়ানডে দলে জায়গা পাওয়ার সুযোগ খুবই কম।

আরো পড়ুন>>> নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অলরাউন্ডার সাকিব

পাপনের দাবি, মাশরাফি অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছেন। বিশ্বকাপে মাশরাফি অবসর নেয়ার কথা থাকলেও নেননি বলে বিস্ময় প্রকাশ করেছিলেন পাপন। এবার তিনি জানান, ও নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখনো ভুগেছে, এখনো ভুগছে। যেটা আমার ধারণা ছিলো না। যতদিন ও অধিনায়ক ছিলো ওর ডিসিশন মেকিং ছিল ক্লিন অ্যান্ড ক্লিয়ার।

বোর্ড সভাপতির ভাষ্য, যদি স্কোয়াডে থাকে তখন প্রশ্ন আসবে সেরা একাদশে সুযোগ পাবে কি না। এক্ষেত্রে সুযোগ খুব কম। আমাদের তো এখন সামনের সিরিজ টুর্নামেন্টগুলো মাথায় রেখে এগোতে হচ্ছে।

আরো পড়ুন>>> বিগত বছরের শিক্ষা কাজে লাগিয়ে সাফল্যমণ্ডিত হবে নতুন বছর: মুশফিক

কতদিন পাবো আমরা ওর সার্ভিস? একটা সিরিজে পেয়ে পরের সিরিজে পাবো কি না সেই নিশ্চয়তা তো নেই আমাদের কাছে। দ্বিতীয়ত শুধু ফিজিক্যাল ফিটনেস আর খেলা নয়, কাকে বাদ দিচ্ছি সেটাও দেখতে হবে। তিনটা পেসার নিতে গেলে কাকে বাদ দিবো?– বলেন পাপন।

স্বাআলো/এস