শার্শা: যশোরের শার্শায় মুক্তার আলী (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার আলী উপজেলার অগ্রভুলাট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার প্রতিবেশি মামার সাথে মুক্তার আলীর তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে একই গ্রামের মাজহারুল ইসলাম ও তার দুই ছেলে মামুন ও মাসুম রামদা নিয়ে মুক্তার আলীর ওপর হামলা করেন। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরো পড়ুন>>> যশোর শহর ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
স্বাআলো/এসএ