যশোরে শিক্ষকদের ৯ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ

যশোর: যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ৯ দিনব্যাপী ‘আইসিটি’ প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন সনদপত্র বিতরণ করেন।

যশোর শহর ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গভার্নিংবডির অভিভাবক সদস্য আবু মুসা মধু, অভিভাবক সদস্য আনিসুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর, জয়দেব মজুমদার ও ফাতিমা খাতুন।

৯ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৭৪জন শিক্ষককে সনদপত্র দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মোহনলাল সরকার ও গবেষণা সহকারী আব্দুল গফুর।

স্বাআলো/এসএ