রাজধানীর মহাখালী কাঁচাবাজারে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় হাসান ও সোহাগ (১৫) নামে আরো দুই কিশোর আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ মহাখালীর সাততলা বস্তির কবীর হোসেনের ছেলে।
রক্তাক্ত অবস্থায় আরিফসহ ওই দুই কিশোরকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত ওই কিশোরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢামেকের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
স্বাআলো/আরবিএ