রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু

রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর হোসনীগঞ্জের ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়ার সজল (২৫) এবং সাগর (২৫)।

চিকিৎসাধীনরা হলেন- মহানগরীর হেতমখাঁ গ্রামের তুহিন (২৬) এবং একই গ্রামের কলপ (২২)। এই দুইজন রামেক হাসপাতালে আছেন।

আরো পড়ুন>>>র‌্যাবের অভিযানে ৫০২ লিটার চোলাই মদসহ ৪ জন আটক

ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

স্বাআলো/আরবিএ