রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী শ্রমিক নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে বাসচাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় দুই নারী শ্রমিক আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন>>> গাজীপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

জিএমপি কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানায়, জয়দেবপুর থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের দ্রুত গতির একটি বাস মহাসড়ক অতিক্রম করার সময় বুকল খাতুন ও করুনা খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা দু’জনেই কারখানার শ্রমিক। মধ্যাহ্ন বিরতিতে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

স্বাআলো/এস