ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফাবিহা সুহা আত্মহত্যা করেছেন।
প্রতিবেশী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় নিজ গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার পিতা ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সেলিম।
স্বামীর অত্যাচার সইতে না পেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
জানা গেছে, মায়ের ওপর অভিমান করে শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এরকম ঘটনা খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
স্বাআলো/এসএ