ঈশ্বরদীতে নসিমন উল্টে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ২ শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন।

নিহতরা হলেন— কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল খালেক (৩৩) ও একই উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর গ্রামের আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)। নিহতরা সবাই ম্যাক্স কোম্পানির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শেখ নাসির উদ্দিন জানান, রবিবার সকালে শ্যালোইঞ্জিন চালিত একটি নসিমনে করে ৫ শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আরো পড়ুন>>> ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ নাসির উদ্দিন আরো জানান, নসিমনচালক পলাতক রয়েছে। পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্বাআলো/এস