এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষার সব কার্যক্রম শেষ করতে চায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই লক্ষ্যে চলতি ২০২১ সালের মধ্যেই ৪৩তম বিসিএস নেয়া হবে। এরপরের বিসিএসগুলোতেও এই সময় আরো কমিয়ে আনার চেষ্টাও করবে পিএসসি।
রবিবার পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
পিএসসি বলছে, বিসিএস’র সময় কমিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের জন্য যে সময় জট লেগে আছে সেই জট ছাড়াতেই এই পরিকল্পনা। এতে করে চাকরিপ্রার্থীরা শিক্ষাজীবন শেষে অল্প সময়ের মধ্যেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবে।
আরো পড়ুন>>> এইচএসসি ও সমমানের ফল প্রস্তুত, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রকাশ
৪৩তম বিসিএস প্রসঙ্গে পিএসসি বলছে, মার্চ মাসে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। এরপর জুলাইয়ে লিখিত পরীক্ষার নেয়ার একটি পরিকল্পনাও রয়েছে পিএসসির। তবে সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি পিএসসি। ৪৩-এর আবেদন গেলো ৩০ ডিসেম্বর থেকে ৪ শুরু হয়েছে, যা ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এবারের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস থেকে আমরা পরীক্ষার সময় কমিয়ে আনার পরিকল্পনা করছি। পরীক্ষা শুরুর সময় থেকে পরবর্তী এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হবে। ফলাফলো খুব কম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
স্বাআলো/এস